মাথায় আঘাত পেয়ে হাসপাতালে নাঈম

নাঈম হাসানকলকাতায় দিবা-রাত্রির টেস্ট থেকে সাইফ হাসান ছিটকে যাওয়ার খবর এসেছে বুধবার সকালে। বেলা গড়াতেই নাঈম হাসানকে নিয়ে শঙ্কা দেখা দিলো। মাথায় বলের আঘাত লাগায় হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশের এই অফস্পিনারকে।

অনুশীলনের শেষ দিকে একটি বল এসে নাঈমের মাথায় লাগে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় উডল্যান্ড হাসপাতালে, করানো হয় সিটি স্ক্যান। আশার কথা হচ্ছে, চোট ততটা গুরুতর নয়। 

নাঈমের চিকিৎসা করা ওই হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসু বলেছেন, ‘মাথায় আঘাত নিয়ে নাঈম এখানে এসেছিলেন। তার চিকিৎসা করা হয়েছে। চোট গুরুতর নয়, সিটি স্ক্যানও হয়েছে। একটু ব্যথা থাকলেও সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে।’

চিকিৎসক সবুজ সঙ্কেত দিলেও বাংলাদেশের প্রথম গোলাপি বলের টেস্টে নাঈমকে খেলানো নিয়ে শঙ্কা থাকছেই। ২০১৮ সালের নভেম্বরে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ ৫ উইকেটশিকারীর মর্যাদা পান নাঈম। ইন্দোরে প্রথম টেস্ট না খেলা এই অফস্পিনার ৩ ম্যাচে ২৩.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন।