বিপিএলের দিকে তাকিয়ে হাবিবুল বাশার

নির্বাচক হাবিবুল বাশার সুমনআগামী বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। যদিও প্রায় এক বছর দেরি, তবু এখন থেকেই খেলোয়াড়দের পরখ করার পরিকল্পনা নির্বাচকদের। ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের দিকে তাই সাগ্রহে তাকিয়ে তারা।

শনিবার সংবাদ মাধ্যমকে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিশেষায়িত খেলোয়াড় তৈরি করতে চাই আমরা। সেজন্য এবারের বিপিএলের দিকে তাকিয়ে আছি। বিপিএলে আমরা তরুণদের যেমন অনুসরণ করবো, তেমনি সিনিয়র খেলোয়াড়দেরও পরখ করবো। আমাদের টি-টোয়েন্টি দলে ১৪০/১৫০ স্ট্রাইক রেটের খুব বেশি বিশেষজ্ঞ ব্যাটসম্যান নেই। ৫/৬/৭ নম্বরে আক্রমণাত্মক ব্যাটসম্যানও প্রয়োজন। প্রতিটি বিপিএলেই কয়েকজন ভালো খেলোয়াড় খুঁজে পাওয়া যায়। আশা করি, এবারও খুঁজে পাবো।’

এবারের এসএ গেমসে মূলত বাংলাদেশের ইমার্জিং দল অংশ নিচ্ছে। এই দলের সাফল্য নিয়ে আশাবাদী হাবিবুল, ‘আমাদের ইমার্জিং দল গত এক বছরে অনেক ম্যাচ খেলেছে, ভারত সফর করেছে। সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে ভালোই খেলেছে। এসএ গেমসের দলে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে। তারা একসঙ্গে বেশ কিছু ম্যাচ খেলে নিজেদের তৈরি করার সুযোগ পেয়েছে। আমি আশাবাদী, এসএ গেমসে আমাদের দল ভালো করবে।’

এসএ গেমসে ৯ বছর পর ক্রিকেট ফেরায় তিনি উচ্ছ্বসিত, ‘আমাদের ক্রিকেটাররা এ ধরনের গেমসে খেলে অভ্যস্ত নয়। এটা তাদের জন্য নতুন কিছু। এসএ গেমসের মতো প্রতিযোগিতায় পদক জিতলে জাতীয় পতাকা ওড়ানো হয়। এটা নিয়ে ছেলেরা রোমাঞ্চিত। সবাই ভীষণ উৎসাহ নিয়ে নেপালে খেলতে যাচ্ছে।’