পাকিস্তান সফর: নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্টের অপেক্ষায় বিসিবি

বিশ্বকাপে সবশেষ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তানআইসিসির ভবিষ্যত সফর সূচি অনুযায়ী, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু দেশটা পাকিস্তান বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনও রকম তাড়াহুড়া করতে রাজি নয়। আপাতত নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্টের জন্য অপেক্ষা করছে বিসিবি।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তান সফর করা নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হাতে পেলেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। তবে ক্রিকেটারদের জন্য ঝুঁকিপূর্ণ হলে আমরা এই সফরে যাওয়ার সিদ্ধান্ত নেবো না।’

এ বছরই বাংলাদেশের দুটো দল পাকিস্তান সফরে গিয়েছিল। অক্টোবরে অনূর্ধ্ব-১৭ দলের পর নারী ক্রিকেটাররাও যান দেশটিতে।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ‘ব্রাত্য’ ছিল। বছর চারেক আগে জিম্বাবুয়ে সংক্ষিপ্ত সফরে গিয়েছিল সেখানে। আর কিছুদিন আগে শ্রীলঙ্কা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তানের মাটিতে। এ মাসে সেখানে দুটো টেস্টও খেলবে লঙ্কানরা।