শ্রীলঙ্কার কোচ হচ্ছেন আর্থার

মিকি আর্থারমিকি আর্থার শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার সঙ্গে দুই বছরের চুক্তি করতে সম্মতি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা অল্প সময়ের মধ্যে দেওয়া হবে।

তার ব্যাকরুম স্টাফও চূড়ান্ত হয়েছে। ব্যাটিং কোচ হবেন গ্র্যান্ট ফ্লাওয়ার, ডেভিড স্যাক্যার বোলিং কোচ এবং শেন ম্যাকডারমট হবেন ফিল্ডিং কোচ। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এ খবর নিশ্চিত করেছেন, ‘দুই বছরের চুক্তিতে তারা যোগ দিতে যাচ্ছেন।’

জানা গেছে, ফ্লাওয়ার শুধু শ্রীলঙ্কার সীমিত ওভারের ক্রিকেটে কাজ করবেন। ডিসেম্বরের শেষ দিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবেন না তিনি।

গত ৮ বছরে শ্রীলঙ্কার ১১তম কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আর্থার। তার প্রথম চ্যালেঞ্জ হবে পাকিস্তানে ফেরা, যেখানে ২০১৬ সাল থেকে গত জুলাই পর্যন্ত একই দায়িত্বে ছিলেন তিনি। বাজে ফলাফলের কারণে পাকিস্তান বরখাস্ত করেছিল তাকে। অবশ্য এই সময়ে সাফল্যও ছিল বলার মতো। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল তারা এবং অল্প সময় ছিল শীর্ষ টেস্ট দলও। টি-টোয়েন্টিতেও শীর্ষে ওঠে পাকিস্তান। ক্রিকইনফো