ঢাকার বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়

ম্যাচসেরার পুরস্কার জয়ী রবি বোপারার উইকেট উদযাপনদুর্দান্ত জয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরু করলো রাজশাহী রয়্যালস। ঢাকা প্লাটুনকে উড়িয়ে দিয়েছে তারা। শেরে বাংলা স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) দিনের প্রথম খেলায় হযরতউল্লাহ জাজাইয়ের হার না মানা হাফসেঞ্চুরিতে রাজশাহী পেয়েছে ৯ উইকেটের বড় জয়।

মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরাকে নিয়ে শক্তিশালী দল ঢাকা। বঙ্গবন্ধু বিপিএলের তাদের ফেভারিটও ধরা হচ্ছে। যদিও শুরুটা একেবারেই ভালো হয়নি মাশরাফিদের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ঢাকা স্কোরে জমা করেছিল ১৩৪ রান। সহজ এই লক্ষ্য মাত্র ১ উইকেট হারিয়ে ১০ বল আগেই টপকে যায় রাজশাহী।

ব্যর্থ হয়েছেন তামিম। ঢাকার এই ওপেনার প্যাভিলিয়নে ফেরেন মাত্র ৫ রান করে। আরেক ওপেনার এনামুল অবশ্য খেলে যান সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। ২১ রান করেছেন জাকের আলী। এরপর শেষ দিকে ওয়াহাব রিয়াজ ১৯ ও মাশরাফি অপরাজিত ১৮ রান করলে ঢাকার স্কোর যায় ১৩৪ পর্যন্ত।

ঢাকাকে অল্পতে আটকে রাখার পথে রাজশাহীর সবচেয়ে সফল বোলার আবু জায়েদ রাহী। এই পেসার ৪৩ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, অলক কাপালি ও রবি বোপারা।

১৩৫ রানের ‍লক্ষ্য শুধু লিটন দাসের উইকেটটি হারিয়ে টপকে যায় রাজশাহী। লিটন ২৭ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৩৯ রান। আরেক ওপেনার জাজাই হাফসেঞ্চুরি পূরণ করে ‍অপরাজিত থাকেন ৫৬ রানে। ৪৭ বলের ইনিংসটি আফগান ওপেনার সাজান ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায়। ওয়ান ডাউনে নেমে শোয়েব মালিক ৩৬ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন হার না মানা ৩৬ রানের ইনিংস।

রাজশাহীর হারানো একমাত্র উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান। ম্যাচসেরা হয়েছেন ৩ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট পাওয়া রাজশাহীর রবি বোপারা।