করোনা ঠেকাতে খেলোয়াড়দের বিসিসিআই’র নির্দেশনা

স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা দেওয়া হয়েছে ভারতের খেলোয়াড়দেরকরোনাভাইরাস আতঙ্ক চেপে ধরেছে আন্তর্জাতিক ক্রিকেটে। ভারতে আক্রান্তের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে গেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডেটা সিরিজটা তাই করোনার ভয় নিয়েই মাঠে নামছে। ধর্মশালায় প্রথম ওয়ানডের আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গাইডলাইন খেলোয়াড় ও টিম সাপোর্ট স্টাফদের মেনে চলার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই এক বিজ্ঞপ্তি দিয়েছে ‘ডব্লিউএইচও এবং ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা গাইডলাইন সম্পর্কে সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও রাজ্য অ্যাসোসিয়েশনকে জানিয়ে দেওয়া হয়েছে।’

বিষয়টি পর্যালোচনা করে বিসিসিআইর মেডিক্যাল টিম ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় কী করতে হবে আর কী করা যাবে না সেটা জানিয়ে দিয়েছে দলকে।

• কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

• হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

• হাঁচি কিংবা কাশি দেওয়ার সময় নাক-মুখ হাত দিয়ে ঢাকতে হবে।

• জ্বর, কাশি বা অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিমকে রিপোর্ট করতে হবে।

• হাত না ধুয়ে মুখ, নাক ও চোখ স্পর্শ করা যাবে না।

• রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়া বন্ধ করতে হবে।

• টিমের বাইরে কারও কাছাকাছি যাওয়া যাবে না (অচেনা কারও কাছ থেকে সংক্রমণ এড়াতে)। হ্যান্ডশেক করা কিংবা অপরিচিত কারও মোবাইলে সেলফি তোলা যাবে না।

কভিড-১৯ এর সংক্রমণ এড়াতে বিমান, টিম হোটেল, রাজ্য অ্যাসোসিয়েশন ও মেডিক্যাল টিমকে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে। দর্শক-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতকরণে করোনাভাইরাস সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করতে হবে। স্টেডিয়ামের সবগুলো গণশৌচাগারে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার থাকতে হবে।