প্রাণঘাতী ভাইরাসের থাবায় বাংলাদেশের পরিস্থিতি প্রতিদিন খারাপের দিকেই যাচ্ছে। এর মধ্যেই এসেছে ঈদুল ফিতর। সরকার থেকে বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ পালনের। কোলাকুলি ও হ্যান্ডশেক না করার পরামর্শ দেওয়া হয়েছে। এককথায় অন্যরকম এক ঈদ উদযাপন হচ্ছে বাংলাদেশে। রুবেলের ভাষায় যা, ‘এবারের ঈদ এসেছে ভিন্নরূপে, করোনার করুণ সুরে’।
করোনাকালে নিজে ও পরিবারকে নিরাপদে রাখতে আর সবার মতো বাংলাদেশের ক্রিকেটাররাও সতর্কবার্তা পাঠাচ্ছেন ভক্তদের উদ্দেশে। রুবেল তদের অন্যতম। ঈদের শুভেচ্ছাতেও তার সতর্কবার্তা, ‘বিশ্বজুড়ে এক অস্থির সময় চলছে, একরত্তি ভাইরাসের সঙ্গে সৃষ্টির সেরা মানবের লড়াই! এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের ঘরে থেকেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। নিজেকে ভালো রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে এবং আমাদের দেশকে ভালো রাখতে হবে।’
ঈদ উদযাপন বাইরে না করে ঘরের ভেতরেই করার আহ্বান এই পেসারের, ‘এই বছর ঈদ উৎসবটি এসেছে ভিন্নরূপে, করোনার করুণ সুরে। তাই এবারের ঈদ আমাদের পালন করতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি জেনে এবং সঠিকভাবে তা মেনে। আসুন আমরা পরিবারের সঙ্গে আমাদের প্রিয় উৎসব ঈদ উদযাপন করি।’