গাড়িচাপায় মৃত্যু: জামিনে মুক্ত কুশল মেন্ডিস

শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকরোনাভাইরাসের কারণে এমনিতেই ভালো নেই ক্রিকেটাঙ্গন, সেখানে আরও খারাপ খবর যুক্ত হয় শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসের গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হলে। এই দুর্ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া লঙ্কান ক্রিকেটারকে হাজির করা হয়েছিল আদালতে। আজ (সোমবার) তিনি মুক্ত হয়েছেন জামিনে।

গতকাল (রবিবার) ভোর ৫টায় কলম্বোর দক্ষিণের এলাকা পানাদুরায় এক সাইকেল আরোহীকে চাপা দেয় মেন্ডিসের ‘সিউভি’ গাড়ি। পুলিশের তদন্তে গাড়িটি মেন্ডিসের চালানোর প্রমাণই মিলেছে। অবশ্য লঙ্কান ব্যাটসম্যানের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রমাণও পাওয়া যায়নি। শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের খবর, ‍শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তার বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন কুশল। গাড়িতে অভিষ্কা ফার্নান্ডোসহ আরও বেশ কয়েকজন ছিলেন। কুশল মদ পান করেননি বলেই তার ওপর বর্তায় গাড়ি চালানোর দায়িত্ব।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কুশলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উঠে গিয়ে আঘাত করে এক বাগানের দেয়ালে। ওই সময় তার গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন ৬৪ বছর বয়সী সাইকেল আরোহী। পরে তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।

দুর্ঘটনার পর গ্রেফতার হওয়া ২৫ বছর বয়সী ব্যাটসম্যানকে আজ (সোমবার) হাজির করা হয়েছিল পানাদুরা ম্যাজিস্ট্রেটের আদালতে। সেখানে ১০ লাখ শ্রীলঙ্কান রুপির দুটি ব্যক্তিগত জামিনে মু্ক্তি পেয়েছেন কুশল।

শ্রীলঙ্কার মিডিয়ার খবর, নিহত সাইকেল আরোহীর পরিবারকে ১০ লাখ শ্রীলঙ্কান রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাময়িকভাবে তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর আবার আদালতে হাজিরা দিতে হবে শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি খেলা কুশলকে।