‘আউট অব দ্য বক্স কিছু করতে হবে, না হলে কঠিন’

তামিম-বরিশালখুব বেশি অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও তরুণ অনেক প্রতিভাবান নিয়ে দল গড়েছে ফরচুন বরিশাল। তাসকিন-আফিফ-মেহেদী-সুমন-সাইফ-আমিনুল-পারভেজদের নিয়ে গড়া দলটির নেতৃত্বে তামিম ইকবাল। দলে প্রতিভার ছড়াছড়ি থাকলেও নির্ভরযোগ্য ক্রিকেটারের অভাববোধ করছেন এই ওপেনার। যদিও এই দল নিয়েই টুর্নামেন্টে ভালো করতে তিনি আত্মবিশ্বাসী। তবে এজন্য দলের সবাইকে দায়িত্ব নিয়ে খেলার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি।

প্লেয়ার্স ড্রাফটে কিছু ভুল থাকলেও তামিম মনে করেন, এখন পেছনে ফিরে তাকানোর কোনও সুযোগ নেই। দলে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েই মাঠের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চান তিনি। আজ (শনিবার) সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘কোনও সন্দেহ নেই আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। তারপরও বুঝতে হবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যেকোনও কিছুই হতে পারে। এখন যারা আছে, তাদের অনেককে হয়তো আপনারা-আমরা কাউন্ট করছি না। কিন্তু তারা সবাই দুর্দান্ত কিছু করে ফেলতে পারে।’

উদাহরণ হিসেবে বিসিবি প্রেসিডেন্টস কাপকে সামনে আনলেন এই ওপেনার, ‘আমরা প্রেসিডেন্টস কাপেও দুই-তিনজন খেলোয়াড়কে আশা করিনি এত ভালো করবে। টুর্নামেন্ট শেষে ওদের নিয়ে আলোচনা সবচেয়ে বেশি ছিল। আশা করি, যারা লাইমলাইটে নেই, তারা ওরকম পারফরম্যান্স করবে, দলকে যতটুকু দেওয়া দরকার তার চেয়ে বেশি দেবে। যে দলটা আছে আমাদের সফল হতে হলে আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। নরমাল প্ল্যান সেট করে খেললে জেতাটা কঠিন হবে আমাদের জন্য।’

২৪ নভেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার মুখোমুখি হবে তামিমের বরিশাল। নিজেদের উদ্বোধনী ম্যাচ নিয়ে বরিশাল অধিনায়ক বললেন, ‘যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ একটু ট্রিকি হয়। কী ধরনের উইকেট হবে, বা কত পরিমাণ শিশির হবে, ম্যাচ খেলার পর সবার আইডিয়া হয়ে যায়। প্রথম ম্যাচের পর সব দলই অনেক তথ্য পেয়ে যায়। শিশির ভূমিকা রাখবে। প্রথম ম্যাচে হয়তো একটু সুবিধা থাকবে পরে ব্যাট করা দলের।’

প্রেসিডেন্টস কাপে তৌহিদ হৃদয় দারুণ ব্যাটিং করেছেন। ইরফান শুক্কুর তো প্রতি ম্যাচেই ছন্দময় ব্যাটিং করেছেন। দুইজনই আছেন বরিশালের স্কোয়াডে। এই দুজনের দিকে তামিম নিজেও তাকিয়ে, ‘ইরফানের খুবই ভালো টুর্নামেন্ট গেল। তৌহিদ হৃদয় কেমন করে দেখার অপেক্ষা। সে কোয়ালিটি খেলোয়াড়। ওদের দায়িত্ব নিতে হবে।’

শুধু তারা নয়, দলের সবারই দায়িত্ব নিয়ে পারফর্ম করা দেখতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘আমার এমন একটা দল যে এখানে সিনিয়র-জুনিয়র কিছু নেই। আমি ছাড়া কেউ অভিজ্ঞ না। এই দলকে সফল হতে হলে সবার দায়িত্ব নিতে হবে। আমি ১৩ বছর খেলেছি, অন্যরা দুই বছর খেলেছে, এটা কোনও ব্যাপার না। আপনার সফল হতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে। আমার দলের আউট অব দ্য বক্স কিছু করতে হবে, না হলে কঠিন আমাদের জন্য।’

পুরো দলকে অনুপ্রাণিত করতে নিজের পারফরম্যান্সেরও বিকল্প দেখছেন না তামিম, ‘আমার নিজের পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। আমার অধিনায়কত্ব বাদ দেন, আমি যদি রান করি দলকে অবশ্যই তা অনুপ্রাণিত করবে। হয়তোবা পুরো টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতে হবে। যদি আপনার রিসোর্স কম থাকে, তাহলে ওভাবে চিন্তা করে পরিস্থিতি বিচার করে খেলতে হবে।’ 

বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন, বরিশালের ভাষা জানেন কি, এমন প্রশ্নে তামিম বললেন, ‘শেখার চেষ্টা করবো। আমি পারি না। এটা ভালো যে বরিশাল আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে। গত দুই-তিন মৌসুম তারা ছিল না বিপিএলে। ওদের অনেক ভক্ত আছে। আশা করি, যদি কিছু আনন্দ দিতে পারি।’