শর্ত সাপেক্ষে অবসর থেকে ফিরবেন আমির

বর্তমান ম্যানেজমেন্টের ওপর ভীষণ ক্ষোভ মোহাম্মদ আমিরের। যে কারণে গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। ঘটনার নতুন বাঁকে পাকিস্তানি এই পেসার আবার ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে তাতে যুক্ত থাকলো শর্ত। কী সেটা? পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান ম্যানেজমেন্ট বিদায় নিলেই আবার পাকিস্তানের জার্সি গায়ে পরবেন বলে জানিয়েছেন তিনি।

বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে যে আমিরের সম্পর্কটা খুব ভালো নয়, তার প্রমাণ পাওয়া গেছে গত সপ্তাহেই। আমির অভিযোগ করেছিলেন, তার ওপর মানসিক অত্যাচার চালিয়েছে বর্তমান ম্যানেজমেন্ট। সেসব অভিযোগ উড়িয়ে হেড কোচ মিসবাহ সরাসরি বলেছেন, এসব ঘটনার জন্য দায়ী ছিলেন স্বয়ং আমির-ই। তাকে নির্বাচনের জন্য ভাবনায় না নেওয়ার কারণ ছিল মূলত বাজে ফর্ম। পারফরম্যান্স ভালো না হওয়ায় আমিরকে নির্বাচন করা হয়নি।

এর আগে নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়লে আমিরই বিতর্ক উসকে দেন টুইটারে। বলেন, তার বাদ পড়ার কারণ বলতে পারবেন কেবল মিসবাহ! তাতে বোঝাই যাচ্ছে সাবেক পাকিস্তানি অধিনায়কের সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো ছিল না তার।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমিরের নতুন মন্তব্য নিয়েও কিছু বলতে রাজি হয়নি। তারা জানিয়েছে, অবসরে চলে যাওয়া ক্রিকেটার নিয়ে মিডিয়ায় আর কোনও বক্তব্য নয়।