‘তামিম’ যুগে হাসানের অভিষেক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর মাঠে গড়ানো এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তামিম ইকবাল যুগ। এতদিন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও আনুষ্ঠানিক ভাবে আজই টস করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।

এছাড়া কারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। বাংলাদেশের ১৩৪তম ওয়ানডের ক্যাপ উঠেছে তার মাথায়। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৬ ক্রিকেটারেরও এই ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে।

হাসান গত বছর বঙ্গবন্ধু বিপিএলে ১৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছিলেন। এরপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও সেই ধারা অব্যাহত ছিল। ৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে নির্বাচকদের বার্তা দিয়েছেন।

হাসানের ক্রিকেট খড়ি ২০১২ সালে স্থানীয় কোচ মনিরের তত্ত্বাবধানে। ২০১৩ সালে লক্ষ্মীপুর জেলার হয়ে অনূর্ধ্ব-১৪ দলে খেলার সুযোগ পান। ধারাবাহিকভাবে বয়সভিত্তিক দলগুলো পেরিয়ে ২০১৭ সালে ঢুকে পড়েন অনূর্ধ্ব-১৯ দলেও। ২০১৮ সালে খেলেছেন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। গত দুই বছরে ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম শ্রেণির ক্রিকেট ও বিপিএল আরও পরিণত করেছে তাকে। বর্তমানে এই পেসার ঘণ্টায় ১৪২.৪০ কিমি গতির আশপাশে বোলিং করছেন। গত কয়েক দিনের প্রস্তুতিতে সাকিব-তামিমদের বেশ ভুগিয়েছেনও তিনি। এখন দেখার অপেক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে কেমন করেন দ্রুতগতির এই পেসার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জোশুয়া ডা সিলভা, জাহার হ্যামিল্টন, কেমার হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল ও রেমন রেফার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।