পোলার্ড-হোল্ডারদের না আসার কারণ জানালেন সাকিব

বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজের মূল দলের অনেক ক্রিকেটার। কারণ হিসেবে বলা হচ্ছে, করোনাভাইরাস শঙ্কার কথা। তবে সাকিব আল হাসানের ব্যাখ্যাটা ভিন্ন।

নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে বাংলাদেশে আসেননি ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান। এদের সঙ্গে ব্যক্তিগত কারণে সফরসঙ্গী হননি ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ। ওয়েস্ট ইন্ডিজের সেরা দলের না আসা নিয়ে নানা আলোচনা হয়েছে। যদিও সাকিব বলছেন, ক্যারিবিয়ানদের সেরা দলটি বাংলাদেশের সঙ্গে ভালো করতে পারছে না বলেই এই দল পাঠিয়েছে তারা।

সাকিবের যুক্তি, ‘আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি। ওরাও ম্যাচ খেলতে এসেছে। হ্যাঁ, ওদের ৬-৭ জন মূল খেলোয়াড় নেই। আর ওদের মূল দল যেটা আমরা বলছি, সেটাকে আমরা বিশ্বকাপে হারিয়ে এসেছি। আবার ওদের দেশে হারিয়েছি। ওদের সেরা টিমটা ভালো করতে পারছে না বলেই হয়তো এই টিম পাঠিয়ে দিয়েছে। যেন ভালো রেজাল্ট করতে পারে। আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল।’

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ৬ ক্রিকেটারের অভিষেক হয়েছে। এমন একটি দলকে ৬ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে তামিম ইকবালরা।

যদিও সাকিব মনে করেন, এই দলটির ভালো করার সামর্থ্য রয়েছে, ‘ওরা সবসময় ভালো দল। আমরা সবসময় ওদের শ্রদ্ধা করি। তারা ভালো ক্রিকেট খেলতে সামর্থ্যবান। আজকের উইকেট কঠিন ছিল। হয়তো আমরা অভিজ্ঞতার কারণে ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু তার মানে এই না যে, আমরা সামনের দুই ম্যাচ আরামে জিতে যাব। আমাদের কঠিন পরিশ্রম করেই জিততে হবে।’