টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে: তামিম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সহজেই ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজ অনায়াসে জিতলেও টেস্ট সিরিজ তেমনটা হবে না বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

চট্টগ্রামে টেস্ট সিরিজ শুরুর আগেই সতর্ক তামিম বলেছেন, 'টেস্ট ভিন্ন বলের খেলা। ওদের বোলিং আক্রমণ আলাদা। সেখানে ২-৩ জন দারুণ বোলার আছে। তাই টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে অবশ্যই।’

ওয়ানডে দলের চেয়ে ক্যারিবীয়দের টেস্ট দল বেশি শক্তিশালী। পেস আক্রমণে রয়েছেন অভিজ্ঞ কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল। সঙ্গে আছেন আলজারি জোসেফ। স্পিনে আক্রমণের দায়িত্বে আছেন রাকিম কর্নওয়াল এবং বীরাস্যামি পার্মল। সবমিলিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের কঠিন সংগ্রামের সামনেই পড়তে হবে। যদিও নিজেদের প্রস্তুতির জন্য বেশ কয়েকদিন সময় পাচ্ছে মুমিনুলে হকের দল। তেমনটা মনে করেন তামিমও, ‘আমরা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছি, সঙ্গে হাতে এখনো ৬-৭ দিন আছে। আশা করছি, তার আগেই আমরা প্রস্তুত হয়ে যাবো।'