অসহায় ক্রিকেটারদের পাশে এসিই ও ক্রিকবল

লেজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি থেকে উপার্জিত অর্থ ব্যয় হবে অসহায় ক্রিকেটারদের সাহায্যে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে (কোয়াব) ৫ লাখ টাকার অনুদান দিয়েছে আয়োজক এসিই ও ক্রিকবল। শনিবার প্রতিযোগিতাটির শেষ দিনে এলসিটির প্রথম সেমিফাইনালের পর কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পালের হাতে অনুদানের ডামি চেক তুলে দেন এসিইর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সাদেক ও ক্রিকবলের কো-ফাউন্ডার বাকি বিল্লাহ হিমেল।

ইশতিয়াক সাদেক বলেছেন, ‘সবসময় ক্রিকেটারদের কল্যাণমুখী কার্যক্রমে যুক্ত থাকতে চায় স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। মাঠের ইভেন্ট শুধু বিনোদনের জন্যই নয়, খেলোয়াড়দের জীবনমুখী অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘ভবিষ্যতে শুধু বাংলাদেশ নয়, লেজেন্ডস এশিয়া কাপ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে চায় এসিই।’

কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ধন্যবাদ জানান এসিই ও ক্রিকবলকে। কোয়াব সবসময় পাশে থাকতে চায় দুস্থ ও অসহায় ক্রিকেটারদের। ভবিষ্যতেও এসিই ও ক্রিকবল এভাবেই কোয়াবের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন নাঈমুর রহমান।

কক্সবাজারে হওয়া লেজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া ৬ দলে খেলেছেন বাংলাদেশের জাতীয় দল ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলা সাবেক ক্রিকেটাররা।