ভারতের কারণে পেছাতে পারে এশিয়া কাপ!

ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এই অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জোরালো সম্ভাবনা আছে বিরাট কোহলিদের। এখন শেষ টেস্ট ড্র কিংবা জিতলেই হলো। তাহলে জুনে অনুষ্ঠেয় ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে তারা। তেমনটি হলে এশিয়া কাপ পেছাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

এশিয়া কাপ হওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনার কারণে সেটি পেছানো হয় এই বছরের জুন পর্যন্ত। এমনিতে গত বছরের টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান হলেও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজনের স্বত্ব অদল-বদল করে পিসিবি। ফলে জুনে এবারের টুর্নামেন্ট আয়োজন করার কথা শ্রীলঙ্কার। পরের আসর অর্থাৎ ২০২২ সালের এশিয়া কাপ হবে পাকিস্তানে। কিন্তু এর আগেই নির্ধারিত আসরটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

এবারের আসরের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময়টা সাংঘর্ষিক হওয়ায় টুর্নামেন্ট যথা সময়ে হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেছেন, ‘এশিয়া কাপ গত বছরই হওয়ার কথা ছিল। কিন্তু এই বছর পর্যন্ত সেটি পেছানো হয়। চলমান অবস্থায় মনে হচ্ছে, এশিয়া কাপ এবারও হয়তো হচ্ছে না। যেহেতু জুনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শ্রীলঙ্কা অবশ্য বলেছে, তারা জুনে চেষ্টা করবে।’

মূলত ভারত ফাইনালে পৌঁছে গেলে তখন দুটি ইভেন্টের সময় সাংঘর্ষিক হবে। সেক্ষেত্রে নতুন করে এই আসরটি পেছানো হতে পারে ২০২৩ সাল পর্যন্ত। মানি সেই আভাস দিয়ে আরও বলেছেন, ‘তারিখগুলো সংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমার মনে হয় টুর্নামেন্ট যথা সময়ে গড়াবে না। আমাদের হয়তো টুর্নামেন্টটি ২০২৩ সাল পর্যন্ত পেছানো লাগতে পারে।’