ব্রাজিলিয়ানের জায়গায় আফ্রিকান আনছে আবাহনী

টানা কয়েক মৌসুম ধরে আবাহনীর ফরোয়ার্ডে ভরসা ছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। এবারের মৌসুমের শুরুতে অবশ্য তার জায়গায় ফের্নান্দো তোরেস খেলছেন। তবে আকাশি-নীল জার্সিতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ব্রাজিলিয়ান। লিগে গোল পেয়েছেন ৭টি। এমন পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তাই আবারও পরীক্ষিত পুরনো স্ট্রাইকার সানডে চিজোবাকে নিয়ে আসছে তারা।

আগামী ৯ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে লিগসহ সব ধরনের খেলা স্থগিত হয়েছে। এমনকি আগামী ১৪ এপ্রিল এএফসি কাপে আবাহনীর খেলা মাঠে গড়ানো নিয়েও সংশয় আছে।

তারপরও আবাহনী তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। দলটির ম্যানেজার সত্যজিত দাস রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘তোরেসের পারফরম্যান্সে খুশি নই। অনেক গোল মিস করেছে সে। তাই সানডেকে আবারও নিয়ে আসছি। বুধবারই তার আসার কথা। তবে করোনার কারণে লিগ কবে শুরু হবে, এমনকি এএফসি কাপের খেলা হবে কিনা চিন্তার মধ্যে আছি। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি।’