আজহার-আবিদের সেঞ্চুরিতে পাকিস্তানের দাপুটে শুরু   

প্রথম টেস্ট জয়ের পর হারারেতে দ্বিতীয় টেস্টেও আধিপত্যে প্রথম দিন শুরু করেছে পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবিদ আলী ও আজহার আলীর সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৬৮ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।

অবশ্য দিনের শেষটায় জিম্বাবুয়ের প্রাপ্তি নতুন বলে ব্লেসিং মুজারাবানির ৩ উইকেট শিকার। এই পেসার দ্রুত সাজঘরে ফিরিয়েছেন সেঞ্চুরিয়ান আজহার আলী, বাবর আজম ও ফাওয়াদ আলমকে। না হলে প্রথম দিনটা চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়তে পারতো সফরকারীরা।

এর পরেও টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে পাকিস্তান। দিনভর ধীর গতির পিচে সেভাবে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের বোলাররা। ১২ রানে ইমরান বাটকে ফিরিয়ে চাপ সৃষ্টি করলেও ধীরে ধীরে আধিপত্য বিস্তার করেছেন আবিদ আলী ও আজহার আলী। পুরোটা দিন ছিল এ দুই ব্যাটসম্যানের আধিপত্য।

তারা গড়েছেন এই মাঠের রেকর্ড জুটি। দিনের শেষভাগে এসে ভয়ঙ্কর এই জুটি ভেঙেছেন মুজারাবানি। আজহার আলীকে শুম্বার ক্যাচ বানালে ভাঙে ২৩৬ রানের এই জুটি। মুজারাবানি বড় এই প্রতিরোধ ভাঙার পর পাকিস্তানের অস্বস্তি আরও বাড়িয়ে তোলেন অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলমকে দ্রুত ফিরিয়ে। তবে অপরপ্রান্ত আগলে খেলছেন আবিদ আলী। অপরাজিত আছেন ১১৮ রানে। সঙ্গে রয়েছেন সাজিদ খান। ৪১ রানে তিনটি উইকেট নিয়েছেন মুজারাবানি। ৩৫ রানে একটি উইকেট রিচার্ড এনগ্রাভার।

এদিকে, পাকিস্তানের আধিপত্যের দিনে অভিষেক হয়েছে ৩৬ বছর বয়সী পেসার তাবিশ খানের। তরুণ ফাহিম আশরাফকে বাদ দিয়ে কেন এই পরিবর্তন। তার সঠিক কারণ জানায়নি পাকিস্তান।