মা দিবসে সাকিব-তামিমরা যা বললেন

জন্মদাত্রী মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর নির্দিষ্ট কোনওদিন নেই। মায়ের প্রতি ভালোবাসাটা প্রতিটি মুহূর্তের। এর পরেও মায়ের জন্য একটি ‘বিশেষ দিন’ মে মাসের দ্বিতীয় রবিবার। যে দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় ‘মা দিবস। তাই জাতীয় দলের ক্রিকেটাররা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে বেছে নিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। তারা তাদের মায়েদের সঙ্গে ছবি পোস্ট করার পাশাপাশি নিজেদের অনুভূতিও সেখানে প্রকাশ করেছেন।

ভারত থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন সাকিব আল হাসান। হোটলেবন্দি সময়টা নিশ্চিতভাবে ভালো কাটার কথা নয়। ঈদটাও করতে হবে পরিবারকে ছাড়া। এমন কঠিন সময়ে মাকেই স্মরণ করছেন সাকিব। মা শিরিন আক্তারের পাশাপাশি অব্রির সঙ্গে শিশিরের একটি ছবি ফেসবুকে পোস্ট করে সাকিব লিখেছেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।

অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম মা দিবসে মাকে যথেষ্ট সময় দেওয়ার আহবান জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘সবাইকে সালাম ও মা দিবসের ভালোবাসা এবং শুভেচ্ছা। এ বছরটা একটু ব্যতিক্রম। আমি জানি অনেকেই তার মাকে হারিয়েছেন এই মহামারিতে, আবার আমাদের অনেকেই ভাগ্যবান যে তাদের মা এখনো পাশে আছেন ছায়া হয়ে। আসুন সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মুহূর্ত এমনভাবে কাটাই যেন তারা আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ, সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা’রাই এটার দাবিদার। সবাইকে মা দিবসের শুভেচ্ছা!’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিমও মা দিবসে সকল মাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা।’

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মা, শাশুড়ি এবং স্ত্রীর ছবি দিয়ে সকল মায়েদের শুভেচ্ছো জানিয়েছেন, ‘শুভ মা দিবস। বিশ্বের সকল মায়েদের জন্য আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।’ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন তার মাকে পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসেবে আখ্যায়িত করেছেন। ফেসবুকে লিখেছেন, ‘আমার মা আমার চোখে বিশ্বের সেরা মা।’

শ্রীলঙ্কা সফরে নিজেকে নতুন করে চিনিয়েছেন পেসার তাসকিন আহমেদ। দুই টেস্ট মিলিয়ে ৮০ ওভারের মতো বোলিং করেছেন। তাসকিনের ক্রিকেটার হয়ে উঠার পেছনে তার মায়ের অবদান অনেকটাই। তাই নিজের মায়ের একটি ছবি পোস্ট করে তাসকিন ফেসবুকে লিখেছেন, ‘মা দিবসের শুভেচ্ছা। আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি। আলহামদুলিল্লাহ।’