মালদ্বীপ থেকে কবে দেশে ফিরবেন স্মিথ-ওয়ার্নাররা?

ভারত থেকে কোনও যাত্রী অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না- এই নিষেধাজ্ঞায় আটকা পড়েছেন স্টিভেন স্মিথ-ডেভিড ‍ওয়ার্নাররা। করোনাভাইরাসের থাবায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আপিএল) স্থগিত হয়ে গেলেও দেশে ফিরতে পারেননি তারা। ভারত থেকে উড়ে গিয়ে কোয়ারেন্টিন কাটাচ্ছেন মালদ্বীপে।

করোনা ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। লাখ লাখ আক্রান্তের সঙ্গে চলছে মৃত্যুর মিছিল। এই অবস্থায় ভারত থেকে আসার পথ বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তাদের সেই নিষেধাজ্ঞার সময় শেষ হচ্ছে আগামী শনিবার। এখন প্রশ্ন হলো- স্মিথ-ওয়ার্নাররা কবে দেশে ফিরতে পারবেন?

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর, শনিবার শেষ হওয়া নিষেধাজ্ঞার মেয়াদ যদি অস্ট্রেলিয়া সরকার আর না বাড়ায়, তাহলে রবিবারই স্মিথ-ওয়ার্নারদের সঙ্গে দেশের উদ্দেশে উড়াল দেবেন আইপিএলে অংশ নেওয়া অন্য খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকাররা। মালদ্বীপ থেকে দেশে ফিরলেও তাদের ঠিকই বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। অর্থাৎ, দেশে ফেরার অনুমতি পেলেও পরিবারের কাছে যেতে আরও অপেক্ষায় থাকতে হবে তাদের।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অস্ট্রেলিয়া সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। যদি অস্ট্রেলিয়া প্রশাসন ভারত থেকে আসার নিষেধাজ্ঞা আর না বাড়ায়, তাহলে তাৎক্ষণিক স্মিথ-ওয়ার্নারদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে সিএ ও বিসিসিআই।

আইপিএলে অংশ নিতে এসে আটকা পড়েছেন ৩৬ অস্ট্রেলিয়ান। তাদের দেশের নিষেধাজ্ঞা উঠে গেলে ১৬ মে (রবিবার) একটি চার্টার্ড ফ্লাইটে মালদ্বীপ থেকে মালয়েশিয়া হয়ে সিডনি পৌঁছানোর খবরই ছেপেছে ভারতীয় মিডিয়া।