বিসিবির ২৬০ কোটি টাকার বাজেট পাস

আগামী অর্থ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার (১৫ জুন) বোর্ড সভার মাধ্যমে ২৬০ কোটি টাকার বাজের পাস করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সভার পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, আগামী ২০২১-২২ অর্থ বছরের জন্য ২৬০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এছাড়া চলতি বছরের বিসিবির নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই উত্তাপ শুরু হয়ে গেছে। বোর্ড সভাপতি জানিয়েছেন, চলতি বছরের জুলাইয়ের ৭ তারিখে অনুষ্ঠিত হবে বিসিবির এজিএম।

এদিকে কয়েক দফা পরামর্শক নিয়োগ দিয়েও এগোয়নি শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ। মূলত করোনার কারণে প্রথম দফায় নিয়োগকৃত পরামর্শক কোনও কাজই করতে পারেননি। যার কারণেই থমকে গেছে এই স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম। যদিও বিসিবি দ্রুতই দ্বিতীয় পরামর্শক নিয়োগ দিয়ে কাজ শুরু করবে বলে জানিয়েছে।

এ ব্যাপারে বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘শেখ হাসিনা স্টেডিয়ামের তৈরির জন্য প্রস্তাব এসেছে। বিদেশি কোম্পানির একজন পরামর্শক ছিলেন। তারা করোনার কারণে কাজ করতে পারেনি। তাই দ্বিতীয় পরামর্শক পার্টি যারা এ জাতীয় কাজ করে, তাদের অনুমতি দেওয়া হয়েছে কাজ এগিয়ে নেওয়ার জন্য।’