আম্পায়ারিং নিয়ে কারও কোনও অভিযোগ নেই: পাপন

ঘরোয়া ক্রিকেটে প্রায়ই বড় দলগুলোর পক্ষে পক্ষপাতমূলক আম্পায়ারিং নিয়ে  অভিযোগ উঠে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন আম্পায়ারিং নিয়ে কোনও ক্লাবের কোনও অভিযোগ নেই।

মঙ্গলবার (১৫ জুন) বোর্ড সভা শেষে নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘২০১৭ সালের দিকে অনেক অভিযোগ ছিল। এরপর ক্যামেরা বসানো হলো। কিন্তু এবার এটা নিয়ে অভিযোগ আসার পর প্রথমেই বন্ধ করার চিন্তা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর নামের কারণে এই টুর্নামেন্ট বন্ধ করিনি। অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করে দিয়েছে। এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ হয়েছে সেগুলোর অধিনায়ক, দলকে ডেকে জিজ্ঞাস করা হয়েছে। কিন্তু কেউই অভিযোগ করেনি।’

পাপন জানান, বিভিন্ন ক্লাবের অধিনায়ক ও ম্যানেজার অভিযোগ তো দেয়নি, উল্টো এবারের লিগটিকে তাদের দেখা সেরা টুর্নামেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন। বোর্ড সভাপতি বলেন, ‘দুই দিনে ১২ ক্লাবের অধিনায়কের সঙ্গে কথা হয়েছে।  এখন পর্যন্ত কোনও অধিনায়ক বা ম্যানেজার আম্পায়ারিং নিয়ে কোনও অভিযোগ দেননি। তারা নাকি বলেছে  তাদের দেখা এটা সেরা লিগ এটা।  তারপরও কমিটিকে বাড়তি দায়িত্বে দেওয়া হয়েছে। এই কমিটি সামনে সেই কাজ করবে।’

প্রসঙ্গত, গত শুক্রবার মোহামেডান-আবাহনীর মধ্যকার ম্যাচ চলাকালে মেজাজ হারান সাকিব। দুই দফা আম্পায়ারের সঙ্গে অক্রিকেটীয় আচরণ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমন আচরণে সাকিবকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।