কেন্দ্রীয় চুক্তিতে নতুন ৩ নারী ক্রিকেটার

জাতীয় নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে সদস্য সংখ্যা ১৯ জন থেকে বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৫ জুন)  অনুষ্ঠিত বোর্ড সভার অনুমোদনক্রমে তরুণ তিন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও তরুণ নারী ক্রিকেটারদের নাম বিসিবি এখনও প্রকাশ করেনি।

নারী দলকে নিয়ে বোর্ড সভায় আলোচনা প্রসঙ্গে বিসিবি পরিচালক ও উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী বলেছেন, ‘আগামীতে সংখ্যাটা আমরা আরও বাড়াবো। এ বছরের বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে। বেতন ও ম্যাচ ফি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। তিন নতুন মুখ রয়েছে। কয়েকদিন পরই এ ব্যাপারটি চূড়ান্ত করে আমরা মিডিয়াকে জানাব।’

নারী ক্রিকেটে সাম্প্রতিক সাফল্যে সন্তুষ্ট হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশেরে ক্রিকেট বোর্ড। চলতি বছরে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও করোনার কারণে অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন সালমা-জাহানারারা।