সাইফউদ্দিন উইকেট নিলেও জিম্বাবুয়ের আগ্রাসী ব্যাটিং

টানা তৃতীয় টি-টোয়েন্টিতে টসভাগ্য হাসলো জিম্বাবুয়ের। দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও আগ্রাসী সূচনায় শুরু করেছে স্বাগতিকরা। সেই ওয়েসলে মেধেভেরে ব্যাটে পাওয়ার প্লেতে উঠে গেছে ৬৩ রান! অবশ্য ষষ্ঠ ওভারে আরেক আগ্রাসী ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে ফিরিয়েছেন সাইফউদ্দিন। স্বাগতিকদের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ১০১ রান। ক্রিজে আছেন মেধেভেরে (৪১) ও চাকাভা (২৮)।

বিদায় নেওয়ার আগে একই ওভারে সাইফউদ্দিনকে ছক্কা মেরেছেন মারুমানি। এর পরেও রান চাকা ছুটে চলেছে দ্রুত গতিতে। 

টস জিতে আগ্রাসী ভঙ্গিতে শুরু করা জিম্বাবুয়ে সবচেয়ে বেশি কাঁদিয়েছে তাসকিন আহমেদকে। চতুর্থ ওভারে তার ৫ বলেই চার মেরেছেন মেধেভেরে। আসে ৩০ রান। এর পর ষষ্ঠ ওভারে মারুমানির স্টাম্প উপড়ে ফেলেন সাইফউদ্দিন। মারুমানি ২০ বলে ২টি চার ও ২টি ছয়ে ফেরেন ২৭ রানে।

দ্বিতীয় ম্যাচটি জিম্বাবুয়ে ২৩ রানে জিতে নেওয়ায় শেষ ও তৃতীয় এই টি-টোয়েন্টিটি সিরিজ নির্ধারণী।