বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চোট নিয়ে খেলেছিলেন অ্যারন ফিঞ্চ। তবে ওয়ানডেতে আর নামতে পারেননি। পরে তো বাংলাদেশ সফর থেকেই ছিটকে পড়েন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। আজ (সোমবার) ওয়েডের নেতৃত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

টি-টোয়েন্টিতে ফিঞ্চের ডেপুটি ওয়েড। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অ্যালেক্স ক্যারি দারুণ নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশ সিরিজে কে অধিনায়কত্ব করবেন, তা নিয়ে কিছুটা জট বাঁধে। অধিনায়ক ছাড়াই সফরকারীরা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসে বাংলাদেশে। অবশেষে সিরিজ শুরুর একদিন আগে ওয়েডকে অধিনায়ক ঘোষণা করলো অস্ট্রেলিয়া।

সোমবার শেষ দিনের মতো প্রস্তুতি নিয়ে মঙ্গলবার থেকে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অস্ট্রেলিয়া দল: ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জশ হ্যাজেলউড, মোয়েসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।