ক্রিকেটে নতুন আইন

কেউ আর ‘ব্যাটসম্যান’ নন, সবাই এখন ‘ব্যাটার’

লিঙ্গবৈষম্য দূর করতে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তারই অংশ হিসেবে বড় ধাপ ফেললো তারা। এতদিন পুরুষ ক্রিকটারের ক্ষেত্রে ‘ব্যাটসম্যান’ ও নারী ক্রিকেটে ‘ব্যাটার’ ব্যবহার করা হতো। তবে নতুন আইনে লিঙ্গের প্রকারভেদ মুছে দেওয়া হলো। এখন থেকে পুরুষ কিংবা নারী সব ক্রিকেটেই ব্যবহার করা হবে ‘ব্যাটার’।

এই একটি জায়গা বাদ দিলে পুরুষ ও নারী ক্রিকেটের সবই এক। যেমন- বোলার, ফিল্ডার ও উইকেটকিপার। তাই ব্যাটসম্যান ও ব্যাটারের ভিন্নতা না রেখে শুধু ‘ব্যাটার’ ব্যবহারের অনুমোদন দিয়েছে এমসিসি কমিটি। এক বিবৃতিতে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা নিশ্চিত করেছে বিষয়টি। এমসিসির বিশেষ উপকমিটির আলোচনার পর এমসিসি কমিটি এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

২০১৭ সালেও এই বিষয়টি নিয়ে আলোচনা উঠেছিল। যদিও সেসময় আইসিসি ও নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে মেয়েদের ক্রিকেটেও ‘ব্যাটসম্যান’ ও বহুবচনের ক্ষেত্রে ‘ব্যাটসমেন’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। তবে এবারের আলোচনা নতুন সিদ্ধান্তের দিকে নিয়ে গেছে এমসিসিকে।

ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মনে করে, ছেলে ও মেয়ে- দুই ক্রিকেটেই ‘ব্যাটার’ ব্যবহার লিঙ্গনিরপেক্ষ অবস্থানে আরও মজবুত ভিত দেবে। এক বিবৃতিতে এমসিসি জানিয়েছে, ‘খেলাটির বৈশ্বিক দায়বদ্ধতার জায়গা থেকে এসেছে এই সংশোধনী।’

এমসিসির এই ঘোষণার আগেই ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ‘ব্যাটসম্যান’ ব্যবহার বাদ দিয়েছে। সব ক্ষেত্রে তারা ‘ব্যাটার’ ব্যবহার করছে। তাদের মতো অন্য সবাইকে এই পরিবর্তনের সঙ্গী হওয়ার অনুরোধ জানিয়েছে এমসিসি।