ভারতীয়দের মাঝে যেখানে কোহলিই ‘প্রথম’

আইপিএলে মুম্বাইকে ৫৪ রানে হারানোর দিনে মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটারদের মাঝে যে কাজটি তিনিই প্রথম করলেন। টি-টোয়েন্টিতে পূরণ করেছেন ১০ হাজার রান!   

৩১৪তম টি-টোয়েন্টিতে কোহলি এই মাইলফলক পূরণ করেন চতুর্থ ওভারে বুমরাহকে ছক্কা হাঁকিয়ে। মাইলফলক থেকে ১৩ রান দূরে থেকে এই ম্যাচ খেলতে নেমেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর অধিনায়ক। রবিবারের ম্যাচের আগে ২৯৮টি ইনিংস খেলেছেন। তাতে ৪১.৬১ গড়ে রান তুলেছেন ৫ সেঞ্চুরি ও ৭৩টি হাফসেঞ্চুরির সহায়তায়। এর মধ্যে বেঙ্গালোরের হয়েই করেছেন ৬ হাজার ১৮৫ রান।  

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে রানের দিক থেকে চার নম্বরে রয়েছেন কোহলি। শীর্ষে আছেন ক্রিস গেইল। তার রান ১৪ হাজার ২৭৫। এরপর রয়েছেন কিয়েরন পোলার্ড। তার রান ১১ হাজার ২০২। তিনে শোয়েব মালিক। তার সংগ্রহ ১০ হাজার ৮৩২। এর পরেই রয়েছেন কোহলি। যার সংগ্রহ ১০ হাজার ৩৮।