রাসেলের চোটে উদ্বিগ্ন কেকেআর

রবিবার হারের সঙ্গে চোটও হানা দিয়েছে কলকাতা শিবিরে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ফলে মঙ্গলবারের ম্যাচের আগে সাকিবদের দলে বিরাজ করছে উদ্বেগ।

চোটের ঘটনাটি ঘটে ম্যাচের ১৭তম ওভারে। মিডউইকেটে অসাধারণ দক্ষতায় বাউন্ডারি বাঁচালেও ব্যথায় ভুগতে দেখা যায় রাসেলকে। গত মৌসুম ধরে ডান পায়ের এই চোট ভীষণ ভোগাচ্ছে ক্যারিবীয় তারকাকে। কিন্তু চোটের অবস্থা কতটা গুরুতর সেটি এখনও বের করা যায়নি।

তাই মঙ্গলবার দিল্লির বিপক্ষে ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন কিনা, সেটি এখন বলা মুশকিল। তবে দলটির মেন্টর ডেভিড হাসি এখনই হাল ছেড়ে দিচ্ছেন না, ‘আসলে এখনই এসব বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। হ্যামস্ট্রিংয়ে সমস্যার কথা সে বলেছিল। আমাদের সেরা মেডিক্যাল স্টাফ আছে। আশা করছি, তেমন গুরুতর কিছু নয়।’

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটায় ১৯তম ওভারে বল করার কথা ছিল রাসেলের। কিন্তু চোটের বাজে অবস্থায় তাকে মাঠে নামতে দেখা যায়নি। বাধ্য হয়ে তখন বল করেন প্রসিদ্ধ কৃষ্ণা। দুর্ভাগ্য যে এই ওভারেই ম্যাচের গতিপথ বদলে যায় কৃষ্ণা ২২ রান দেওয়ায়!

হাসি বলেছেন, ‘হ্যাঁ, তখন রাসেলের আরও এক ওভার বাকি ছিল। কিন্তু ওই পরিস্থিতিতে ও বোলিংয়ে আসবে কিনা, তা কেউই জানতো না। প্রসিদ্ধও সম্প্রতি ডেথ ওভারে ভালো বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাই পরিকল্পনায় তাকে নিয়ে আসা হয়েছিল। দুর্ভাগ্যবশত সে জাদেজার কাছে মার খেয়েছে। তবে আশা করছি কৃষ্ণা ঘুরে দাঁড়াবে।’