টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েই চলেছেন পোলার্ড

প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ টি-টোয়েন্টি ম্যাচ। দিনকয়েক আগে এই কীর্তি ছিল শুধুই কাইরন পোলার্ডের। সবচেয়ে বেশি ১৫ শিরোপার মালিকও ছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তার দুটো কীর্তিই এবারের ক্যারিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ছুঁয়েছেন জাতীয় দল সতীর্থ ডোয়াইন ব্রাভো। তবে কুড়ি ওভারের ক্রিকেটে ‘অনন্য’ পোলার্ড এবার গড়লেন আরেকটি রেকর্ড। যেখানে তিনিই প্রথম ও একমাত্র।

টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট ও ১০ হাজার রান করা একমাত্র ক্রিকেটার পোলার্ড। আজ (মঙ্গলবার) আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে এই মাইলফলকে পৌঁছান মুম্বাই ইন্ডিয়ান্স অলরাউন্ডার। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বল হাতে ২ উইকেট তুলে নিয়ে অর্জনের মুকুটে নতুন পালক যোগ করেছেন পোলার্ড।

ইনিংসের সপ্তম ওভারে বল হাতে নেন পোলার্ড। দ্বিতীয় বলেই স্বদেশি ক্রিস গেইলকে ফিরিয়ে ২৯৯তম উইকেটের দেখা পান। এক বল পর পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলকে আউট করে পূরণ করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩০০ উইকেট। আর এরই সঙ্গে ৩৪ বছর বয়সী ক্যারিবিয়ান প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট ও ১০ হাজার রানের অনন্য কীর্তি গড়ে ফেলেন।

কুড়ি ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট ব্রাভোর। ক্যারিবিয়ান অলরাউন্ডার বল হাতে নিয়েছেন ৫৪৬ উইকেট। আর রান ৬ হাজার ৫৯৭। ৩০০ উইকেট আছে এমন ক্রিকেটারের মধ্যে রান সংখ্যায় পোলার্ডের ‍পরই ব্রাভো।