তৃতীয় দিন সকালেই জয় তুলে নিলো ঢাকা বিভাগ

জয়ের জন্য মাত্র ১৮ রান দূরে থেকে দ্বিতীয় দিন শেষ করেছিল ঢাকা বিভাগ। মঙ্গলবার সকালে মাত্র ১৭ বলেই প্রত্যাশিত জয় তুলে নিতে পেরেছে সাইফ-শুভাগতদের নিয়ে গড়া দলটি। এদিন সিলেট বিভাগকে ৭ উইকেটে হারিয়ে জাতীয় লিগের ২৩তম আসরের যাত্রা শুরু করেছে ঢাকা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিতে অনুষ্ঠিত ম্যাচে খালেদ হোসেনের প্রথম ওভারে দুই চার মারেন রকিবুল হাসান। পরের ওভারে এনামুল হক জুনিয়রের বল বাউন্ডারিতে পাঠালে ম্যাচ শেষ হয়ে যায়। রকিবুল ১৫ ও তাইবুর ৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

চারদিনের ম্যাচে প্রথম দিন থেকেই দাপট দেখিয়েছে ঢাকা। শুভগতর স্পিন আক্রমণে সিলেট গুটিয়ে যায় ৬৭ রানে। জবাবে ঢাকাও ইনিংস বড় করতে পারেনি। ১৭৬ রান তোলে প্রথম ইনিংসে। সিলেট দ্বিতীয় ইনিংস শুরু করে ১০৯ রানে পিছিয়ে থেকে। এবারও ব্যাটিংটা মাথা ব্যথার কারণ হয়ে থাকে সিলেটের। ১৭৪ রানে অলআউট হলে ঢাকা জয়ের জন্য লক্ষ্য পায় ৬৬ রান। সেই রান ৩ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলেছে ঢাকা।

সিলেটে অনুষ্ঠিত এই ম্যাচে স্পিনারদের দাপট ছিল বেশি। মোট ৩৩ উইকেটের ২১টি নিয়েছেন স্পিনাররা। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ঢাকা বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।