সৌম্যকে ছাড়া বাংলাদেশের একাদশ

ঘরের মাঠের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কিংবা জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি- সব সিরিজেই ওপেনিংয়ে ছিলেন নাঈম শেখ। বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের জন্যই প্রস্তুত করা হচ্ছিল তাকে। অথচ স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশে সুযোগ হলো না তার। এই ওপেনারের জায়গায় লিটন দাসের সঙ্গে ওপেন করলেন সৌম্য সরকার।

ম্যাচটি বাংলাদেশ হেরেছে। হারের পর ব্যাপক সমালোচনা হয়েছে ওপেনার নির্বাচন নিয়ে। তাই ওমানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে যে ওপেনিংয়ে পরিবর্তন আসছে, সেই আভাস পাওয়া গিয়েছিল। টস করতে এসে একাদশ জানানোর সময় অধিনায়ক মাহমুদউল্লাহ নিশ্চিত করলেন, সৌম্যর জায়গায় খেলছেন নাঈম।

ওমানের বিপক্ষে ম্যাচে পরিবর্তন এই একটিই। টপ অর্ডারের অন্যরা ব্যর্থ হলেও তাদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। স্কটল্যান্ড ম্যাচের মতো দুই বিশেষজ্ঞ স্পিনার ও তিন পেসারে আস্থা রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।