ভারতের হারে প্রভাব ছিল শিশিরের!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াইটা এতদিন একপেশে ছিল। আগের ৫ বারের লড়াইয়ে পাকিস্তান কোনওবারই জয় পায়নি। এবারের আসরে অসাধ্য সাধন করেছে বাবর আজমরা। পাকিস্তানের ১০ উইকেটে জয়ের পর বিরাট কোহলি তাদের কৃতিত্ব দিচ্ছেন ঠিকই। তবে রাতের দিকে শিশিরের প্রভাবের কথাও ভারতের অধিনায়কের কথায় উঠে এলো।

টস জেতার পর বাবর আজম বোলিং নিয়েছিলেন এই শিশির ভাবনায় নিয়েই। কোহলির মুখেও এই বিষয়টি প্রাধান্য পেলো ম্যাচের পর, ‘আমি বলবো না কন্ডিশন আমাদের খুব বেশি বেশি সমস্যায় ফেলেছে। তবে একটা বিষয় ভেবে দেখতে হবে যে পিচ যদি কিছুটা ভালো হয়ে দাঁড়ায়, তাহলে একটা ভালো শুরু পাওয়া সম্ভব। তখনই রান তাড়ায় আপনি বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবেন। ওদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়েছে।’

এর পর কোহলি বলেছেন, ‘পাকিস্তান ইনিংসের দ্বিতীয়ার্ধেই বেশি করে শিশির পড়ছিল। দশ ওভার পরেও ওরা স্ট্রাইক রোটেড করে খেলতে পারছিল। আমরা ডট বলও দিতে পারছিলাম না। কারণ স্পষ্টতই পিচটা ব্যাটারদের ছন্দ ধরে রাখতে সহায়তা করছিল। বোলার স্লোয়ার দিতে গেলেও তখন ঠিকভাবে দেওয়া যাচ্ছিল না।’

তবে এসব বিষয়কে ছোটখাটো প্রভাবক হিসেবেই দেখেন কোহলি। তার মতে আরও ২০-২৫ রান হলে ম্যাচের গতিপ্রকৃতি ভিন্ন হতে পারতো, ‘আরও ২০-২৫ রান যোগ করতে পারলে ভালো হতো। কিন্তু ওদের দুর্দান্ত বোলিং আমাদের সেই কাজটি করতে দেয়নি। আমরা জানি ম্যাচটা কীভাবে এগিয়েছে, ভুলটা কোথায় ছিল।’