শেষ টি-টোয়েন্টিতে অনিশ্চিত মোস্তাফিজ

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অনিশ্চিত মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শরীরের একপাশে ব্যথা অনুভব করায় নিজের তৃতীয় ওভার শেষ করতে পারেননি বাঁহাতি পেসার। ফলে ড্রেসিং রুমে ফিরতে হয় তাকে। মাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল (রবিবার) মোস্তাফিজের অবস্থা পর্যবেক্ষণ করার পরই বাঁহাতি পেসারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

অথচ মোস্তাফিজকে কোনও প্রকার অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা যায়নি। তৃতীয় ওভারের প্রথম ডেলিভারির পর আর বল করেননি। ২.১ ওভারে ১২ রান দিয়ে বাবর আজমের উইকেটটি নিয়েছিলেন কাটার মাস্টার।

আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অপ্রীতিকর এক ঘটনা ঘটেছে। হুট করেই মোহাম্মদ রাসেল নামের এক দর্শক প্রবেশ করেন মাঠে। মোস্তাফিজের পা ছুঁয়ে সালামও করেন এই তরুণ। এই ঘটনায় জৈব সুরক্ষা বলয় ভেঙে গেছে। পরবর্তীতে মোস্তাফিজ এক বল করেই মাঠ ছাড়েন। প্রথমে তার মাঠ ছাড়ার কারণ বোঝা না গেলেও পরবর্তীতে বিসিবি জানায়, ইনজুরির কারণেই তিনি ফিরে গেছেন ড্রেসিং রুমে।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোস্তাফিজ দ্বিতীয় ওভারে শরীরের একপাশে ব্যথা অনুভব করেছে। তার অবস্থা আগামীকাল পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির শেষ ম্যাচ খেলতে পারবেন কিনা।

ইতিমধ্যে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ৮ উইকেটে হেরেছে স্বাগতিকরা।