মোস্তাফিজের মতো দলহীন হয়ে থাকলেন রশিদ খান

আইপিএলে সাকিব আল হাসানের মতো রিটেইনকৃত খেলোয়াড়দের তালিকায় মোস্তাফিজুর রহমানেরও জায়গা হয়নি। রাজস্থান রয়্যালস গতকালই জানিয়েছে তাদের রিটেইন করা খেলোয়াড়দের তালিকা। সেখানে মাত্র তিনজনের তালিকায় রয়েছেন- সানজু স্যামসন, জশ বাটলার ও যশস্বী জসওয়াল। মোস্তাফিজের মতো সেখানে বেন স্টোকস, জোফরা আর্চারেরও স্থান হয়নি!

অবশ্য গতকাল ২৭ জন রেখে দেওয়া খেলোয়াড়দের তালিকায় অনেক বড় নামেরই জায়গা হয়নি। তাদের মেগা অকশনের মাধ্যমেই দল পেতে হবে। একই কথা প্রযোজ্য সাকিব-মোস্তাফিজের বেলাতেও। তাদের মতো অকশন টেবিলে যাদের নাম উঠছে এরা হলেন- রশিদ খান, ইয়ন মরগান, ফাফ দু প্লেসি, ডোয়াইন ব্রাভো, সুরেশ রায়না, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, শুভমান গিল, যুজবেন্দ্র চাহাল ও দীপক চাহার।

মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও চেন্নাই সুপার কিংস তাকে ঠিকই রেখে দিয়েছে। চেন্নাইয়ের রিটেইন করা তালিকায় রয়েছেন- রবীন্দ্র জাদেজা, মঈন আলী ও ঋতুরাজ গায়কোয়ার।

রিটেইন করা বাকি খেলোয়াড়রা হলেন-

দিল্লি ক্যাপিটালস: ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ ও আইনরিখ নর্কিয়া

কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, কিয়েরন পোলার্ড

পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগারওয়াল, আরশদীপ সিং

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজ

সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ ও উমরান মালিক