বাংলাদেশ দলের নিউজিল্যান্ড যাত্রা ও কোয়ারেন্টিনের সময় জানালো বিসিবি

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হবে ৮ ডিসেম্বর। পরদিন ৯ ডিসেম্বর সকালেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকরা। চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল। সেবার ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হলেও এবার সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে মাঠে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন প্রটোকলের কারণে বাংলাদেশকে আগেভাগে যেতে হচ্ছে। তিন দিনের আইসোলেশনসহ সব মিলিয়ে সাত দিনের কোয়ারেন্টিন করে অনুশীলন করার সুযোগ মিলবে ক্রিকেটারদের। এই সময়টাতে সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। নেগেটিভ হওয়ার পর স্বাভাবিক জীবন-যাপন করা সম্ভব হবে।

আজ (বৃহস্পতিবার) এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেছেন, ‘আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে প্রটোকল ছিল, সেটা থেকে কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চার দিনের রুম কোয়ারেন্টিন করতে হবে। বাকি সময় ওদের যে কোয়ারেন্টিন সেন্টার, সেখানে থাকতে হবে তিন থেকে চার দিন। এর ফলে আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে। আমাদের দল দুটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুটি দুই দিনের অনুশীলন ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড একাদশের সঙ্গে। এরপর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।’

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে খুব বেশি ভাবনা নেই বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী, ‘আমার দেশে তো স্বাভাবিকভাবে চলছে। ওটার প্রভাব সেভাবে পড়েনি। যদি সরকারের কাছ থেকে পরে কোনও নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে, তখন বিষয়টাকে হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে।’

গত ২০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কোনও ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অবস্থা এমনিতেই টালমাটাল। এর মধ্যে জানা গেছে, সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ডে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। এ সফর থেকে নিজেকে সরিয়ে নিতে নাকি বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের কাছে ছুটি চেয়েছেন তিনি!