অদ্ভুত রান আউটের শিকার আন্দ্রে রাসেল

ক্রিকেটে রান আউট নিয়মিত ঘটনা। কিন্তু ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার (২১ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলে মিনিস্টার ঢাকা দলের ব্যাটার আন্দ্রে রাসেল যেভাবে আউট হলেন, তেমন ঘটনা বিশ্ব ক্রিকেটে বিরল। খুলনা টাইগার্সের খেলোয়াড় শেখ মেহেদি হাসানের থ্রো প্রথমে ব্যাটিং প্রান্তের স্টাম্পে আঘাত করে। বল স্টাম্পে লেগে চলে আসে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। তাতেই রান আউটের শিকার ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। স্বাভাবিকভাবে দৌড়ালে হয়তো বেঁচে যেতে পারতেন তিনি। সাধারণত এ ধরনের রানিংয়ে নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার কিছুটা আয়েশি মেজাজে দৌড়ান। সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো।

শেখ মেহেদি হাসানের থ্রো সরাসরি দুই স্টাম্পে আঘাত করতেই একসঙ্গে দুই রান আউটের আবেদন জানায় খুলনা টাইগার্স! প্রথমটি নট আউট হওয়ায় দ্বিতীয়টি দেখেন তৃতীয় আম্পায়ার। তাতে রান আউট হন আন্দ্রে রাসেল। এমন অদ্ভুতুড়ে রান আউট প্রথম দেখলো বিশ্ব!

ঢাকার ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারের খেলা চলছিল। থিসারা পেরেরার ওভারের শেষ বল। পঞ্চম বলে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকানো আন্দ্রে রাসেলকে এবার স্লোয়ার দেন খুলনা টাইগার্সের লঙ্কান পেসার। বলটা শর্ট থার্ড ম্যান অঞ্চলে পাঠিয়ে দিয়ে নির্ভার হয়েই দৌড়াচ্ছিলেন তিনি।

শেখ মেহেদি হাসান প্রথমে স্ট্রাইক প্রান্তে থ্রো করেন। সেখানে মাহমুদউল্লাহ পৌঁছার পরই বল লাগে স্টাম্পে। আন্দ্রে রাসেল বলের ওপর চোখ রেখে ধীরে ধীরে দৌড়াচ্ছিলেন। কিন্তু বল স্টাম্পে আঘাত করে দিক পরিবর্তন করে চলে যায় নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্পের দিকে। আন্দ্রে রাসেল কিছু বুঝে ওঠার আগেই রানআউট হয়ে যান।

আউট হওয়ার আগে ঝড়ো ব্যাটিংয়ে ভালো কিছুর আভাস দিচ্ছিলেন আন্দ্রে রাসেল। প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরের বলে বিশাল ছক্কা মেরেছিলেন। তৃতীয় বলে অদ্ভুত রান আউটের শিকার হলেন এই ব্যাটার। সব মিলিয়ে ৩ বলে ৭ রানে থামে রাসেলের ইনিংস। ২০ ওভারে মিনিস্টার ঢাকা তামিম ইকবালের অর্ধশতকের ওপর ভর করে দাঁড় করিয়েছে ৬ উইকেটে ১৮৩ রানের বড় পুঁজি।