নিষেধাজ্ঞা শেষে অস্ট্রেলিয়া সফরের দলে গুনাথিলাকা

জৈব সুরক্ষা বলয় ভাঙায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন দানুশকা গুনাথিলাকা। যদিও নিষেধাজ্ঞার মাঝপথেই মুক্তি মিলেছে এই ওপেনারের। ‍মুক্ত হওয়ার পর প্রথমবার শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের স্কোয়াডে আছেন গুনাথিলকা। তার সঙ্গে নিষিদ্ধ হওয়া আরেক ব্যাটার কুশল মেন্ডিসও আছেন স্কোয়াডে। তবে নিষেধাজ্ঞা পাওয়া তৃতীয় খেলোয়াড় নিরোশান ডিকবেলার জায়গা হয়নি।

গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়ে জৈব সুরক্ষা বলয় ভাঙায় এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন শ্রীলঙ্কা তিন ক্রিকেটার গুনাথিলকা, কুশল মেন্ডিস ও ডিকবেলা। যদিও গত মাসেই মুক্তি মিলেছে তাদের। এরপর কুশল মেন্ডিস খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এবার অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা মিলেছে তার। একই সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার শ্রীলঙ্কা দলের দরজা খুলেছে গুনাথিলাকার।

যদিও তাদের সঙ্গে একই কারণে নিষিদ্ধ হওয়া ডিকবেলার জায়গা হয়নি স্কোয়াডে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা কুশল পেরেরা ও ধনাঞ্জয়া ডি সিলভা ধরে রাখতে পারেননি তাদের জায়গা।

তবে অস্ট্রেলিয়া সফরে নতুন মুখ বেশ কয়েকটি। অভিষেকের অপেক্ষায় আছেন পেসার নুয়ান থুশারা, টপ অর্ডার ব্যাটার জানিথ লিয়ানাগে ও ওপেনার কামিল মিশারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১১ ফেব্রুয়ারি। ম্যাচগুলো হবে সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ অসালঙ্কা, অভিস্কা ফার্নান্ডো, পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, চামিকা করুণারত্নে, জানিথ লিয়ানাগে, কামিল মিশারা, রমেশ মেন্ডিস, ভানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুশারা, দুষ্মন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, শিরান ফার্নান্ডো।