মুম্বাইয়ে তপুর খোঁজখবরও নিচ্ছেন বাংলাদেশ কোচ

হাভিয়ের কাবরেরা মাত্র কয়েকদিন হলো বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন। শুরুতেই ক্লাব পরিদর্শনে নেমেছেন। পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গেও ব্যক্তিগত যোগাযোগ শুরু করে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। অস্ত্রোপচারের জন্য ভারতে থাকা জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের খোঁজ-খবর নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার ফর্টিজ একাডেমি ঘুরে দেখে ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তপুর সঙ্গে কথা বলেছি। তার পরিস্থিতি কেমন, অস্ত্রোপচার কেমন হলো, সেসব বিষয়ে জানতে চেয়েছি। কথা বলে মনে হয়েছে, দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে সে খুব ইতিবাচক। আমিও তাকে আশ্বস্ত করেছি, তার বিষয়ে খোঁজ রাখছি এবং তাকে ইতিবাচক বার্তা দিয়েছি।’

মূলত ফর্টিজ একাডেমির পরিবেশ এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেখার জন্য সেখানটা পরিদর্শনে যান কাবরেরা। তাতে বেশ সন্তুষ্টই দেখা গেলো নতুন কোচকে। মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার আগে সম্ভব হলে এখানে ক্যাম্প করারও ইচ্ছা আছে তার, ‘মার্চে ফিফা উইন্ডো আছে। তখন কিছু ম্যাচ খেলার লক্ষ্য আছে আমাদের। এ জন্য আমি আগেই ক্যাম্প করতে চাই। ক্যাম্পের ভেন্যু হিসেবে ফর্টিজ একাডেমি একটা বিকল্প হতে পারে। এছাড়া ঢাকার বাইরে সিলেট বা চট্টগ্রাম- যেখানে আবাসন এবং অনুশীলন মাঠের পর্যাপ্ত সুবিধা আছে, সেখানেও হতে পারে।’