জিতেও স্বস্তি নেই সাকিবের

সিলেট সানরাইজার্সের সঙ্গে প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছে ফরচুন বরিশাল। শনিবার খুলনা টাইগার্সকে ১৭ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে সাকিবের বরিশাল। জয়ের ধারায় ফিরেও স্বস্তি পাচ্ছেন না সাকিব। পুরষ্কার বিতরণী মঞ্চে এমনটাই জানিয়েছেন বরিশালের অধিনায়ক।

শনিবার খুলনার বিপক্ষে ম্যাচের আগে চট্টগ্রামে টানা দুদিন ব্যাটিং নিয়েই বেশি কাজ করতে দেখা গেছে বরিশালের ক্রিকেটারদের। সাকিব নিজেও ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন রানে ফিরতে। জিততে মরিয়া বরিশাল শনিবার খুলনার বিপক্ষে ব্যাটিং অর্ডারও পরিবর্তন করেছিল। যদিও শেষ পর্যন্ত সাফল্য পায়নি। ক্রিস গেইল ছাড়া কোনও ব্যাটরাই বড় রান পাননি। ম্যাচ জিতলেও এই ব্যাটিং নিয়েই মূলত অস্বস্তি সাকিবের।

পুরষ্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, মৌলিক বিষয়গুলোর প্রতি মনোযোগী থাকতে হবে আমাদের। দলের দুজন পেসারই দারুণ বোলিং করেছে। যদিও উইকেট সহজ ছিল না, তবে তাদের প্রয়োগ খুবই ভালো ছিল। বোলিং অনুযায়ী এটা খুবই ভালো ম্যাচ, তবে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে আমাদের।

ব্যাটিংয়ে বরিশালের লক্ষ্য ছিল অন্তত ১৬০ রান। কিন্তু মুশফিকদের বোলিংয়ের বিপক্ষে ১৪১ রানেই থামতে হয় সাকিবদের। বিষয়টি নিয়ে বরিশালের অধিনায়ক বলেছেন, টসের সময় আমি বলেছি, আমরা দারুণ বোলিং লাইন আপ পেয়েছি। আমরা যদি ভালো সংগ্রহ গড়তে পারি, তাহলে সেটা ডিফেন্ড করতে পারবো। তবে আমরা এই ম্যাচে ১৬০ রানের আশেপাশে করতে চেয়েছিলাম।