কেকেআরের ট্রেনিং ক্যাম্পে যেতে বিপিএল ছাড়ছেন আন্দ্রে রাসেল

বঙ্গবন্ধু বিপিএলে কাগজে-কলমে শক্তিশালী হওয়ার পরও কঠিন সময় পার করছিল মিনিস্টার গ্রুপ ঢাকা। চট্টগ্রামে গিয়ে অবশ্য সেই অবস্থা বদলেছে। এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে তারা। কিন্তু হুট করেই দুঃসংবাদ শুনলো ঢাকা! শনিবার (৫ ফেব্রুয়ারি) ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আজ এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। 

ফিটনেস ঘাটতির দোহাই দিলেও মূলত কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ট্রেনিং ক্যাম্পে অংশ নিতেই ঢাকা ছাড়ছেন আন্দ্রে রাসেল। শনিবার রাতের ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন তিনি।

নিজের ফিটনেস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন রাসেল। জানা গেছে, যুক্তরাষ্ট্রে কেকেআরের একটি ফিটনেস ট্রেনিং ক্যাম্পে অংশ নেবেন তিনি। মাঝপথে বিপিএল ছাড়ায় দুঃখবোধ হচ্ছে রাসেলের, ‘দুঃখের বিষয় যে, আমাকে এত তাড়াতাড়ি যেতে হচ্ছে। আমার কিছু ফিটনেস ইস্যু আছে, যেগুলো ঠিক করতে হবে।’

শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ‍বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। শেষ ম্যাচটি খেলতে না পারায় আক্ষেপ রাসেলের কণ্ঠে, ‘আজ বিনোদন দেওয়া, ভালো খেলা এবং ভালোভাবে বিদায় নেওয়ার জন্য উন্মুখ ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়ায় সেটা করা গেলো না।’

বিদায়ের আগে দলকে শুভেচ্ছা জানিয়ে যেতে ভোলেননি রাসেল, ‘সবাইকে সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানাচ্ছি। বঙ্গবন্ধু বিপিএলে শিরোপা জেতার জন্য আমাদের অবশ্যই একটি ভালো দল আছে। মিনিস্টার ঢাকার ভক্তদের উদ্দেশে বলছি, দলকে সমর্থন দিতে থাকুন। আমি অবশ্যই ডালাস (যুক্তরাষ্ট্র) থেকে যুক্ত থাকবো।’