ফাইনালে ওঠার মিশনে বরিশাল-কুমিল্লার লড়াই

দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। সোমবার মাঠে গড়াচ্ছে প্রথম কোয়ালিফায়ার। তাতে বিকালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। তবে হেরে যাওয়া দলটির জন্যও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে সোমবার অনুষ্ঠেয় এলিমিনেটর রাউন্ডে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেই আসতে হবে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচটি শুরু বিকাল সাড়ে পাঁচটায়। এর আগে দুপুরে সাড়ে ১২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে বরিশাল ও কুমিল্লা দুই দলই রবিবার কঠোর অনুশীলন করেছে। টানা জয়ে সাকিবের ফরচুন বরিশাল ভীষণ উজ্জীবিত। তবে কুমিল্লা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও শেষ ম্যাচে এসে হোঁচট খেয়েছে। কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস অবশ্য তার পরেও বেশি চিন্তিত নন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বরিশাল ভালো দল। আমরা জানি যে কাজটা কঠিন হবে। তবে শেষদিকে আমরাও ভালো ক্রিকেট খেলেছি। গতকাল (শনিবার)  জিততে পারিনি, তবে এর আগে ভালো ক্রিকেট খেলেছি। আশা করি ভালো ম্যাচ হবে, সবার জন্য দেখার মতো ম্যাচ হবে। দারুণ সব ক্রিকেটার থাকবে এই ম্যাচে। আমরাও মাঠে নামতে মুখিয়ে আছি।’