শিরোপায় যৌথভাবে শীর্ষে ঢাকা ও কুমিল্লা

২৭ দিনে ৩৪টি ম্যাচ মাঠে গড়ানোর মধ্য দিয়ে পর্দা নেমেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। শুক্রবার ফাইনালে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে অষ্টম বিপিএলের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

যোগ্যতার বিচারে সবচেয়ে তারকাবহুল দুটি দলই শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছিল। ভালো মানের বিদেশি ভিড়িয়ে টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়েছে তারা। সেই সঙ্গে দেশীয়দের কম্বিনেশনও ছিল দুর্দান্ত। ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, মঈন আলী, ফাফ ডু প্লেসি, সুনীল নারিনদের মতো ক্রিকেটার বিশ্ব টি-টোয়েন্টি লিগ দাপিয়ে বেড়ান। টি-টোয়েন্টি ক্রিকেট মাতিয়ে বেড়ানো ক্রিকেটারদের চার-ছক্কার বৃষ্টি টিভি পর্দার পাশাপাশি গ্যালারিতে বসেও ক্রিকেটপ্রেমীরা উপভোগ করতে পেরেছেন।

শুক্রবার তেমনই এক উপভোগ্য লড়াইয়ে জয়ী দলটির নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই নিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতলো সালাউদ্দিনের কোচিংয়ে খেলা দল। কুমিল্লা তৃতীয়বার শিরোপা জিতলেও বরিশাল তিনবারই ফাইনাল খেলে শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে।

সর্বোচ্চ তিনবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ঢাকা। শুক্রবার তৃতীয়বারের মতো শিরোপা জিতে যৌথভাবে তিন নম্বর শিরোপা জিতলো কুমিল্লাও। এছাড়া রংপুর ও রাজশাহী একবার করে শিরোপা জিতেছে।

এক নজরে বিপিএলের রোল অব অনার

আসর       চ্যাম্পিয়ন                 রানার্সআপ

প্রথম    ঢাকা গ্ল্যাডিয়েটরস         বরিশাল বার্নাস

দ্বিতীয়   ঢাকা গ্ল্যাডিয়েটরস         চিটাগং কিংস

তৃতীয়   কুমিল্লা ভিক্টোরিয়ান্স       বরিশাল বুলস

চতুর্থ    ঢাকা ডায়নামাইটস        রাজশাহী কিংস

পঞ্চম    রংপুর রাইডার্স             ঢাকা ডায়নামাইটস

ষষ্ঠ     কুমিল্লা ভিক্টোরিয়ান্স         ঢাকা ডায়নামাইটস

সপ্তম    রাজশাহী রয়্যালস          খুলনা টাইগার্স

অষ্টম    কুমিল্লা ভিক্টোরিয়ান্স       ফরচুন বরিশাল