আমিরের ঘটনায় ক্ষমা চাইলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে চলমান সিরিজে মোহাম্মদ আমিরকে ডলার দেখানোর ঘটনায় ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এ প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমার কাছে বিষয়টি চরম অপমানজনক মনে হয়েছে। আমি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছি। তাদের আশ্বস্ত করেছি বিষয়টির আর পুনরাবৃত্তি হবে না।’
মূল ঘটনাটি ছিল ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে আমির যখন বোলিং করতে দৌঁড়াচ্ছিলেন তখন একদল সমর্থক তাকে দুয়োধ্বনি দেন। এরপর যখন ফিল্ডিং করছিলেন, তখনও মাঠে তাকে নিয়ে কটাক্ষ করে কথা বলা হচ্ছিল।
দলীয় সূত্র জানায় তার কাছাকাছি গ্যালারিতে দাঁড়িয়ে থাকা এক দর্শক একটি ডলার বের করে তাকে দেখাচ্ছিলেন আর বলছিলেন, ‘এটা তোমার জন্য।’ এই ঘটনা দেখে আমিরের সিনিয়র সতীর্থ মোহাম্মদ হাফিজ এগিয়ে আসেন। এই হাফিজই আমিরের দলে ফেরা নিয়ে একসময় নানা নেতিবাচক কথা বলেছিলেন। ওই সময় হাফিজসহ পাকিস্তান দলের অন্যরা মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে নিরাপত্তা কর্মকর্তা গিয়ে সেই দর্শককে সতর্ক করে দেন।

/এফআইআর/