ইউল্যাব মাঠে সোমবার থেকে ঢাকা লিগ

আগামী ২৯ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্কারজয়ী সংগীতশিল্পীকে নিয়ে মিরপুরে অনুষ্ঠিত হবে এ আর রহমানের কনসার্ট। মিরপুরে কনসার্টটি আয়োজনের জন্য চলমান ঢাকা লিগের খেলা সরিয়ে নেওয়া হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। লিগের নতুন ভেন্যু ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মাঠ। এখানে ঢাকা লিগের পাঁচ রাউন্ডের পাঁচটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সিসিডিএম। সোমবার আনুষ্ঠানিকভাবে এই মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচের যাত্রা শুরু হবে। 

মোহাম্মদপুর বেড়িবাঁধের রামচন্দ্রপুরে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের মাঠে খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির এটা হোম ভেন্যুও বলা চলে। লিগের ম্যাচ আয়োজনের জন্য বিসিবি সপ্তাহখানেক আগ থেকে নিজেদের কিউরেটর, গ্রাউন্ডসম্যান দিয়ে এই মাঠ পরিচর্যা করেছে। সিসিডিএমের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘মাঠটি বেশ ভালো। প্রতিযোগিতামূলক যেকোনও ক্রিকেট ম্যাচ চালানোর উপযোগী। আমরা এই মাঠে খেলাবো বলে বিসিবির সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে মাঠটি পরিচর্যা করেছি। এখানে খুব ভালো ম্যাচ হবে।’

এছাড়া বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে আবাহনী লিমিটেড ও সিটি ক্লাব এবং ৪ নম্বর মাঠে নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।