৫ উইকেট পেয়ে যা বললেন তাসকিন

২০১৪ সালে ভারতের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। এরপর বেশ কয়েকবার ৪ উইকেট নিলেও মাইলফলকটি আর ছোঁয়া হচ্ছিল না। আজ (বুধবার) সেঞ্চুরিয়নে তার অগ্নিরূপ দেখলো দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। স্বাগতিকদের ১৫৪ রানে গুটিয়ে দিতে দ্বিতীয়বার ৫ উইকেট শিকার তার। কীভাবে এলো এই সাফল্য, জানিয়েছেন এই পেসার।

আজ ৩৫ রানে ৫ উইকেট নেওয়া তাসকিন ইনিংস বিরতিতে বলেছেন, ‘নিজের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। শুধুমাত্র নিজের প্রক্রিয়ায় স্থির থেকেছি এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছি। উইকেট থেকে বাউন্স পেয়েছি। এজন্য নিজের লাইন ও লেন্থ ঠিক রেখেছি।’

সঙ্গে যোগ করেছেন, ‘নিজের প্রক্রিয়ায় এখন আমার অনেক বিশ্বাস। শেষ এক-দেড় কিংবা দুই বছর এভাবেই পরিশ্রম করে আসছি। এটাই আমার সাফল্যের রহস্য।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর তাসকিন নিজেকে নতুনভাবে তৈরি করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে আইপিএল থেকেও প্রস্তাব আসে। কিন্তু দেশের জার্সিতে খেলবেন বলে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে ‘না’ করে দেন এই পেসার।