‘এবারও বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চাই’

এই মুহূর্তে হকিতে বিদেশি কোচ বলতে মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি বড় ভরসার নাম। বিকেএসপির উপদেষ্টা কোচ হলেও জাতীয় দলের সঙ্কট মুহূর্তে দায়িত্ব নিতে কার্পণ্য করেননি। চ্যম্পিয়নস ট্রফির পর বাংলাদেশ এশিয়া কাপের বাছাই পর্বে খেলেছে গোপিনাথনের অধীনে। তারই ধারাবাহিকতায় চীনের এশিয়ান গেমস বাছাইয়ে মালয়েশিয়ান কোচের ওপর ভরসা রেখেছে হকি ফেডারেশন।

আগামী ৬ থেকে ১৫ মে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব হবে থাইল্যান্ডে। সেখানে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে বাছাইকৃত ৩৬জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দেবেন। এবারও অনুশীলন চলবে বিকেএসপিতে। এক পর্যায়ে ছোট হয়ে আসবে দল। গোপিনাথন অবশ্য ‘ভারপ্রাপ্ত’ হয়েও দল নিয়ে ভালো করার ব্যাপারে আশাবাদী। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই দলটি ইন্দোনেশিয়াতে এশিয়া কাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে। কিছু দিনের ব্যবধানে আরও একটি বাছাই খেলতে হচ্ছে। আশা করছি, সাফল্যের ধারাটা থাইল্যান্ডে অব্যাহত থাকবে।’

সাফল্য বলতে বাছাইয়ে সরাসরি চ্যাম্পিয়ন হওয়ার ইঙ্গিত দিয়েছেন গোপিনাথন, ‘এবারও বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চাই। তা সম্ভব। দলের খেলোয়াড়রাও উজ্জীবিত। এই কয়দিন ফিটনেস লেভেলটা ঠিকঠাক রেখে দলকে প্রস্তুত করতে হবে।’