৩ ছক্কায় ম্যাচ জিতিয়ে রশিদ বললেন, ‘সব সম্ভব’

শেষ ওভারে জিততে গুজরাট টাইটানসের প্রয়োজন ছিল ২২ রান। কঠিন হলেও টি-টোয়েন্টি ম্যাচে অসম্ভব নয়। রশিদ খান সেটাই দেখালেন। মূলত স্পিনার হলেও ব্যাট হাতে মাঝেমধ্যেই জ্বলে ওঠেন তিনি। তবে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে যা করলেন, তার ব্যাটে দেখা গেছে কমই। বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ওভারের সমীকরণ মিলিয়ে দিয়ে জয়ের আনন্দে মাতিয়েছেন এই আফগান। শেষ ৪ বলে ৩ ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিতের পর রশিদ জানালেন, বিশ্বাস থাকলে সবই সম্ভব।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় হায়দরাবাদ। আইপিএলে দু্র্দান্ত ফর্মে থাকা গুজরাট এই লক্ষ্য ইনিংসের শেষ ওভারে টপকে গিয়ে নিশ্চিত করেছে ৫ উইকেটের জয়। যে জয়ে রশিদের অবদান অনেক। শেষ ওভারের কঠিন সমীকরণ মিলে গেছে তার ঝড়ো ব্যাটিংয়েই।

মার্কো ইয়ানসেনের করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান রাহুল তিওকিয়া। পরের বলে সিঙ্গেলে স্ট্রাইক পান রশিদ। এরপর আফগান ব্যাটার তাণ্ডব চালান। শেষ ৪ বলে ৩টিতে ছক্কা হাঁকিয়ে গুজরাটকে এনে দেন অবিশ্বাস্য এক জয়।

কীভাবে সম্ভব হলো এই কঠিন কাজ? রশিদ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, সব সম্ভব। শুধুমাত্র ক্রিজে দাঁড়িয়ে থেকে নিজেকে ধরে রেখে জোরে মারতে হবে। আমাদের পরিকল্পনা এটাই ছিল, সৌভাগ্যক্রমে আমরা ওই চারটা ছক্কা পেয়ে যাই (শেষ ওভারে)।’ সঙ্গে যোগ করেছেন, ‘খুব ভালো লাগছে। আমি শুধু আমার মতো করে ম্যাচ খেলার চেষ্টা করেছি। গত দুই বছর ধরে কাজ করা নিজের ব্যাটিংয়ে আমার বিশ্বাস ছিল।’

বোলিংয়ে দিনটা ভালো যায়নি রশিদের। ৪ ওভারে খরচ করেন ৪৫ রান। উইকেটের ঘর ছিল ফাঁকা। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে সেই হতাশা দূর দিগন্তে মিলিয়ে দিয়েছেন আফগান তারকা।