মুম্বাই ইন্ডিয়ান্সে কেবল খারাপ খবর!

ভালো খবর নেই মুম্বাই ইন্ডিয়ান্সে। চলতি আইপিএলে যাচ্ছেতাই পারফরম্যান্সে প্রতিদ্বন্দ্বিতার কোনও সম্ভাবনাই জাগাতে পারেনি তারা। হারের বৃত্তে আটকে থেকে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান আইপিএলের সবচেয়ে সফল দলটির। বিধ্বস্ত দলটিতে আরও খারাপ খবর এলো। চোটে পড়ে আইপিএল শেষ হয়ে গেছে ব্যাটার সূর্যকুমার যাদবের।

সোমবার রাতেও হেরেছে মুম্বাই। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১১তম ম্যাচে নবম হার দেখতে হয়েছে রোহিত শর্মাদের। ৫২ রানে হারার ম্যাচে খেলতে পারেননি সূর্যকুমার। ৬ মে গুজরাট টাইটানসের বিপক্ষে বাঁ ফোরআর্মের পেশিতে চোট পান। এ কারণে ছিলেন না কলকাতার ম্যাচে। তবে শুধু ওই ম্যাচ নয়, আইপিএলের বাকি অংশও শেষ হয়ে গেছে এই মিডল অর্ডার ব্যাটারের। মুম্বাই ইন্ডিয়ান্স বিষয়টি নিশ্চিত করেছে।

টানা হারে আইপিএলের শুরুর দিকেই প্লে-অফের আশা শেষ হয়ে যায় মুম্বাইয়ের। তারপরও ‍শেষটা রাঙানোর সুযোগ ছিল রোহিতদের। সেটিও করতে পারেনি তারা। গুজরাটের বিপক্ষে জিতলেও কলকাতার বিপক্ষে আবারও বাজেভাবে হারতে হয়েছে। কলকাতার ৯ উইকেটে ১৬৫ রানের জবাবে ১১৩ রানে অলআউট হয়েছে তারা। এক ইশান কিষান ছাড়ার আর কেউই রান পাননি। ইশান করেছেন ৫১ রান।

১১ ম্যাচে নবম হার লেখার পথে ৪৪ রান তুলতে শেষ ৮ ব্যাটারকে হারায় ‍মুম্বাই। আইপিএলের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন বাজে পারফরম্যান্স কোনও আসরেই দেখা যায়নি। শুরুতে খারাপ করলেও তদের ঘুরে দাঁড়ানোর উদাহরণ আছে। তবে এবার ব্যর্থতার অতলে এমনভাবে তলিয়েছে যে আর উঠতে পারেনি। শুধু দুঃসংবাদই হচ্ছে সঙ্গী!