শ্রীলঙ্কার ‘কনকাশন সাব’ কাসুন রাজিথা

ক্রিকেট বিশ্বে ‘কনকাশন সাব’ নতুন নয়, বাংলাদেশের জন্যও পুরনো অভিজ্ঞতা। আলোচনাটি এজন্যই এসেছে মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন কাসুন রাজিথা।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বিশ্ব ফার্নান্ডো হেলমেটে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ১৩৯.৪ ওভারে শরিফুলের শর্ট বল বাউন্সার ভেবে মাথা নামিয়ে নিতে চেয়েছিলেন। তাৎক্ষণিক বলটি গিয়ে আঘাত হানে ফার্নান্ডোর হেলমেটে।

হেলমেটে আঘাত লাগলেও প্রাথমিক অবস্থায় মাঠ থেকে উঠে যান তিনি। কিছুসময়ের জন্য রিটায়ার্ড হার্ট হয়ে শেষ ব্যাটার হিসেবে ফের ক্রিজে নামেন। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৭ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।

সোমবার শেষ বিকালে চার ওভার বোলিংও করেছিলেন। আজও করেছেন বোলিং। কিন্তু অস্বস্তি থাকায় তাকে উঠিয়ে নেওয়া হয়। তার বদলে একাদশের বাইরে থাকা লঙ্কান আরেক পেসার কাসুন রাজিথাকে কনকাশন সাব হিসেবে নেওয়া হয়েছে। ইতোমধ্যে কোনও সমস্যা আছে কিনা সেটি পর্যবেক্ষণ করতে ফার্নান্ডোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ক্রিকেটারের সুরক্ষার জন্যই আইসিসি কনকাশন সাব নিয়মটি চালু করেছে। কোনও ক্রিকেটার মাথায় আঘাত পেলে তার দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান ও বোলারের বদলে বোলার নামানোর সুযোগ পায় দলগুলো। সেই নিয়মেই পেসার ফার্নোন্ডোর বদলে বল করার সুযোগ পেয়েছেন রাজিথা।

ফার্নান্ডো দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিন সকালেও বোলিং করেছেন। সবমিলিয়ে দলের সবচেয়ে খরুচে বোলার তিনিই। ৮ ওভার বোলিং করে ৪২ রান খরচ করে উইকেট শূন্য ছিলেন।