মঙ্গলবার দুবাই যাচ্ছেন সাকিব-তামিম-মুশফিক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসর শুরু হচ্ছে আরব আমিরাতে। এই আসরে দল পেয়েছেন চার টাইগার ক্রিকেটার। যদিও ইনজুরিজনিত কারণে পিএসএলে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। বাকি তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম মঙ্গলবার দুবাই যাচ্ছেন পিএসএল খেলতে। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।সাকিব-তামিম-মুশফিক
তিন ক্রিকেটারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশ্যে বিমান ধরবেন তারা। পিএসএলে একই দলে খেলবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক ও অলরাউন্ডার সাকিব। প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরির সাকিব ও সিলভার ক্যাটাগরির মুশফিককে কিনেছিল করাচি কিংস। সাকিবের মূল্য ছিল ১ কোটি ৯ লাখ টাকা। মুশফিকের মূল্য ২০ লাখ টাকা। শোয়েব মালিক, সোহেল তানভীর, মোহাম্মদ আমিররা রয়েছে করাচি দলে।

গোল্ড ক্যাটাগরি থেকে তামিমকে কিনেছিল পেশোয়ার জালমি। শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, ড্যারেন স্যামিরা হচ্ছেন তামিমের সতীর্থ। ৩৯ লাখ টাকায় তামিমকে কিনেছিল দলটি। আর লাহোর কালান্দার্স কিনেছিল মুস্তাফিজকে। যে দলে আছেন ক্রিস গেইল। মুস্তাফিজের মূল্যও ছিল তামিমের সমান।

খুলনায় ২৩ দিনের ক্যাম্প শেষে রবিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন ক্রিকেটাররা। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি থাকায় অনেকে আবার নিজের বাড়িতে গিয়েছেন। তবে দুবাই যাবেন বলে সাকিব, তামিম, মুশফিক ঢাকায় ফিরেছেন।

উল্লেখ্য, পিএসএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে পাঁচটি দল। ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যডিয়েটরস অংশ নেবে পিএসএল ট্রফি জয়ের লড়াইয়ে।

/আরআই/