ক্রিকেট অস্ট্রেলিয়াকে কোর্টে টেনে নিলো চ্যানেল সেভেন

অনেক দিন ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে ঝামেলা চলছিল চ্যানেল সেভেনের। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এবার বিষয়টির সুরাহা করেই ছাড়বে চ্যানেলটি। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে টিভি সম্প্রচার চুক্তির বাতিল চেয়ে এবার তারা ফেডারেল কোর্টে দ্বারস্থ হয়েছে।

ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ওই টিভি নেটওয়ার্ক সিএর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। যার কারণ হিসেবে ৬ বছরের চুক্তিতে ‘নিয়ম লঙ্ঘনের’ দাবি করা হয়েছে।

আইনি পদক্ষেপে ক্রিকেট অস্ট্রেলিয়াও নিজেদের বিস্ময়ের কথা জানিয়েছে। বিবৃতিতে বলেছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া অবগত আছে যে আমাদের সম্প্রচার সঙ্গী সেভেন নেটওয়ার্ক বোর্ডের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার পথে হেঁটেছে। যার কারণ কোভিড আক্রান্ত ক্রিকেট মৌসুম।’

মূলত সমস্যাটা হয়েছে করোনাকালে। সেভেন নেটওয়ার্ক সম্প্রচার চুক্তিটি করেছে ২০১৮ সালে। তার পর থেকে সাম্প্রতিক বছরগুলোতে এই চুক্তি বাতিলের জন্য উঠে পড়ে লাগে তারা। সর্বশেষ ২০২০ সালের শেষ দিকেই চ্যানেল সেভেন বিষয়টি সুরাহার জন্য একটি স্বাধীন সংস্থার কাছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে হাজির করেছিল। তখন ৬ বছরের চুক্তি অনুসারে বোর্ডকে প্রতি বছর ৮২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার লভ্যাংশ দেওয়ার কথা থাকলেও তারা ক্ষতির কথা বলে ৭০ মিলিয়ন ডলার কমাতে চায়। স্বাধীন সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সেভেন নেটওয়ার্ক সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার ছাড় পেতে পারে। তবে আফগানিস্তান সিরিজ বাতিল হওয়ায় ওই স্বাধীন সংস্থা সর্বশেষ ৮.৩ মিলিয়ন ছাড়ের কথা জানায়।  

ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য ১৫ মিলিয়ন ডলার ছাড় দিতে রাজি ছিল। কিন্তু সন্তুষ্ট ছিল না চ্যানেল সেভেন। অথচ এই মহামারির মাঝেও বিগব্যাশ ও ভারত সিরিজ ঠিকই মাঠে গড়িয়েছে।